9% সুদ দেওয়া Fixed Deposit !! 2024

9% সুদ দেওয়া Fixed Deposit !! 2024

ভারতীয় বাজারে চলে এসেছে 9% সুদ দেওয়ার মত Fixed Deposit । সাধারণত আমরা FD তে 5%-7% সুদ পেয়ে থাকি। বর্তমান সময়ে কিছু কিছু ব্যাঙ্ক কিংবা NBFC গুলি 9% সুদ দিয়ে থাকে। তেমনি তিনটি ব্যাঙ্ক হল - Fincare Small Finance Bank, Utkarsh SF Bank এবং Shivalik SF Bank। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে- এদের নাম Small Finance Bank কেন? বা Small Finance Bank কি? RBI (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) যখন প্রথমবার কোনো NBFC কে ব্যাঙ্কিং লাইসেন্স দেওয়া, তখন তাকে এই 'স্মল ফিন্যান্স ব্যাঙ্ক' লাইসেন্সই দেওয়া হয়। স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি বর্তমানে ব্যাঙ্কিং ব্যবসায় সামনের সারিতে চলে এসেছে। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলিকেও নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কগুলি সাধারণত রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে চলে। ওই ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই আমানতকারীর অর্থ ইনসিওর‌্যান্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অর্থাৎ ডিআইসিজিসির নজরবন্দি হয়। মানে এক কথায় ৫ লক্ষ টাকা পর্যন্ত আপনার সুরক্ষিত এই বীমার মাধ্যমে।
এমনিতে কোনো ব্যাঙ্ক এ ফিক্সড ডিপোজিট ওপেন করতে চাইলে,সেই ব্যাঙ্ক শাঁখার সঙ্গে সেভিংস একাউন্ট  থাকাটা বাধ্যতামূলক। কিন্তু বর্তমান এই প্রযুক্তির যুগে --সেভিংস একাউন্ট ছাড়াও বাড়িতে বসে আপনি এই ফিক্সড ডিপোজিট খুলতে পারবেন। তেমনি এক প্রযুক্তিগত ভাবে উন্নত ফিনটেক প্ল্যাটফর্ম হল  "Stable Money"(স্ট্যাবল মানি)


Stable Money(স্ট্যাবল মানি) 
একটি ফিক্সড ডিপোজিট ওপেন করার মার্কেটপ্লেস । এখানে আপনি সমস্ত এফ.ডি. এর সুদের হার তুলনা করতে পারবেন। আর এখান থেকেই আপনি FD খুলতে পারবেন। দেশের সর্বোচ্চ সুদের হার প্রদনকারী ব্যাঙ্কগুলির সঙ্গে এদের পার্টনারশিপ আছে। এই প্ল্যাটফর্ম আপনার কোনো তথ্য স্টোর করে না। এরা শুধুমাত্র একটা প্লাটফর্ম প্রদান করে, যেখান থেকে আপনি সরাসরি ব্যাঙ্ক এ FD করতে পারবেন। 

Eligibility Criteria 

1) আধার কার্ড
2) প্যান কার্ড
3) একটা ব্যাঙ্ক একাউন্ট
  (Maturity amount এই একাউন্ট এই ক্রেডিট হবে)

আপনি যদি এই লিঙ্ক থেকে FD ওপেন করেন, আপনি ₹200 sign up বোনাস পাবেন। Book Now







Post a Comment

Previous Post Next Post